১। সাপ্লায়ার হতে কোন প্রকার ট্রেড লাইসেন্স, টিন , ভ্যাট, এন আইডি লাগবেনা।
২। সাপ্লায়ারের দোকান বা অফিস থাকা বাধ্যতামুলক নয়।
৩। পেমেন্ট নেয়ার জন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং, ইচ্চা মত সিলেক্ট করা যাবে।
৪। সাপ্লায়ারদের পেমেন্ট অর্ডার ডেলিভারি করার পর থেকে ১০ দিনের মধ্যে দেয়া হবে।
৫। কোন সেলার স্টকে মাল না থাকলে সেটাকে অবশ্যই স্টক আউট ঘোষণা দিতে হবে। কেউ যদি ইচ্চা করে পর পর ৩ বার এটা করেন তবে তার সেলার একাউন্ট সাসপেন্ড করা হবে। অর্ডার ক্যান্সেলের ৩ দিনের মধ্যে কাস্টমারকে অর্ডারের টাকা রিফান্ড দেয়া হবে।
৬। সেলারের সাথে কাস্টমারের যোগাযোগ ব্যাবস্থার জন্য প্রত্যেকটা সপে সেলারের নাম্বার যুক্ত করা হবে। কাস্টমার চাইলে অর্ডারের আগে সেলারের সাথে সরাসরি আলাপ করতে পারে।
৭। পণ্যের দাম সেলার তার ইচ্চা মত সেট করতে পারবে। কিন্তু একবার খুচরা সেলের এপ্রুভাল পেলে আর দাম কমানো বা বাড়াতে পারবেন না। দাম কমানো বা বাড়াতে গেলে অবশ্যই অ্যাডমিনকে মেইলে জানাতে হবে। অ্যাডমিন যুক্তি যুক্ত মনে হলে দাম পরিবর্তন করে দিবেন।
৮। প্রত্যেকটা পণ্য আমাদের হাবে আগে পাঠাতে হবে। আমরা অবশ্যই কোয়ালিটি চেক করে বায়ারকে পণ্য শিপিং করবো। যদি আপনার পণ্য ওয়েবসাইটের বর্ণনা অনুযায়ী ঠিক না হয় তবে পণ্য সেলারকে ফেরত পাঠানো হবে। পর পর ৩ বার এটা করলে সেলার একাউন্ট সাসপেন্ড করা হবে।
৯। প্রত্যেকটা সেলার শপ খোলার আগে আমাদের চ্যানেলের ভিডিও দেখে নিতে হবে। পণ্যের ছবি কম্পিউটারে আপলোড করতে হবে। মোবাইলে আবছা ছবি বা লো কোয়ালিটি ছবি দিলে সেটা খুচরা সেলের অনুমতি পাবেনা।
১০। যদি পণ্য বায়ারের পছন্দমত না হয় তবে সেটা বায়ার রিটার্ন করতে পারবে।
১১। যেকোন ক্যাম্পেইনের জন্য নীতিমালা তৈরি হলে , তা সেলারদেরকে ১০ দিন আগে অবহিত করা হবে।
১২। বায়ার অর্ডার দেয়ার ৩ দিনের মধ্যে পণ্য ই বাই হাবে পাঠাতে হবে। এর অধিক সময় হলে বায়ারকে রিফান্ড দেয়া হবে।